সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে হাসিনার স্বৈরতন্ত্র: কূটনীতিকদের ইউনূস ভারতে নারী চিকিৎসককে ধর্ষণ-হত্যার প্রতিবাদে শাটডাউন কর্মসূচির ঘোষণা চিকিৎসকদের নলতা আহসানিয়া মিশন রেসিডেনসিয়াল কলেজের অধ্যক্ষের দুর্নীতি ॥ উত্তাল নলতা ॥ শিক্ষক কর্মচারীরা মতবিনিময় করলেন ডাঃ শহিদুল আলম ও চেয়ারম্যান আজিজুর রহমানের সাথে মহামারীর দ্বারপ্রান্তে গাজা আলোচনায় থাইল্যান্ড ॥ বন্দী থাকসিন মুক্ত হরিনগর বাজারে ক্ষতিগ্রস্ত দোকানদের মাঝে নগদ অর্থ প্রদান পাইকগাছায় একটি বাঁশের সাঁকো পারাপারে এলাকাবাসীর চরম ভোগান্তি মাথাভারি হচ্ছে প্রশাসনের ॥ বাড়ছে সরকারের দু:চিন্তা ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ এর পদত্যাগ দাবীতে-মানববন্ধন চাম্পাফুল ইউনিয়ন বিএনপির আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

পেনাল্টি মিস করলেন রোনালদো, ছিটকে গেলো ম্যানইউ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২

এফএনএস স্পোর্টস: পেনাল্টি মিস করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো! ফুটবল সমর্থকদের কাছে এমন দৃশ্য কল্পনার বাইরে। নিজের ক্যারিয়ারে খুব কমই পেনাল্টি মিস হয়েছে পর্তুগিজ অধিনায়কের। গত শুক্রবার বাংলাদেশ সময় দিবাগত রাতে সেই ঘটনাই ঘটলো। আর তাতে ঘরের মাঠে পরাজয়ের লজ্জাবরণ করতে হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। সেই সঙ্গে এফএ কাপ থেকে বিদায় নিলো রেড ডেভিলসরা। শুক্রবার ফুটবলের প্রাচীন এই টুর্নামেন্টটির চতুর্থ রাউন্ডে দ্বিতীয় বিভাগের ক্লাব মিডলসব্রোর মুখোমুখি হয় ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত সময় ১-১ ব্যবধানে সমতায় ছিল উভয় দল। এরপর পেনাল্টি শুটআউটে (৮-৭) গোলে হেরে বসেছে ম্যানইউ। গতকাল শনিবার ৩৭ বছর বয়সে পা দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যাচটি জিতলে হয়তো এটি তার জন্মদিনের বড় উপহার হতে পারতো। কিন্তু সেটি আর হলো না। তাছাড়া রোনালদোর ওই পেনাল্টি মিস না হলে খেলা টাইব্রেকারে যেতো না। নির্ধারিত সময়েই জয় নিয়ে মাঠ ছাড়তে পারতো ম্যানচেস্টার ইউনাইটেড। এর বাইরেও বেশ কয়েকটি সুযোগ নষ্ট হয়েছে। ম্যাচের তখন মাত্র দ্বিতীয় মিনিট। বক্সের বাইরে থেকে দৃষ্টিনন্দন একটি শট করেন রোনালদো। কিন্তু সেটি গোল পোস্টে গিয়ে বাধা পায়। এর ৫ মিনিট পর আবারও সুযোগ আসে। এবার বাইসাইকেল কিক করেন তিনি। কিন্তু শটটি অতটা জোরালো না হওয়ায় তা আর জাল স্পর্শ করতে পারেনি। ১৭ মিনিটের সময় সেই পেনাল্টি পান সিআরসেভেন। ডি-বক্সে ফরাসি মিডফিল্ডার পল পগবা ফাউলের শিকার হলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। সেটি মিস করেছেন রোনালদো। ২৫ মিনিটেই ইউনাইটেডের হয়ে একমাত্র গোলটি করেন জেডন সানচো। আর ৬৪ মিনিটে বিতর্কিত এক গোলে মিডলসব্রোকে সমতায় ফেরান ইংলিশ মিডফিল্ডার ডানকান ওয়াটমোর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com