সোমবার, ৩০ জুন ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

‘পোন্নিয়ান সেলভান ২’ সিনেমার ট্রেলারেই বাজিমাৎ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

এফএনএস বিনোদন: মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত ‘পোন্নিয়ান সেলভান ২’-এর ট্রেলার। গত বুধবার সন্ধ্যা ৬টায় মুক্তি পেয়েছে ট্রেলারটি। মণি রতœমের মহাকাব্যিক সিনেমাটির অপেক্ষায় ভক্ত অনুরাগীরা। চেন্নাইয়ের নেহেরু ইন্ডোর স্টেডিয়ামে সিনেমাটির ট্রেলার ও গান উন্মোচিত হয়েছে। ট্রেলার প্রকাশের আগে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন নির্মাতারা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণের সুপারস্টার কমল হাসান। এর আগে গত মঙ্গলবার ইনস্টাগ্রামে একটি শর্ট ভিডিও পোস্ট করেন ঐশ্বরিয়া রাই বচ্চন। ভিডিওতে রানীর বেশে দারুণ আকর্ষণীয় লুকে ধরা দিয়েছেন ঐশ্বরিয়া। ভিডিওটিতে দেখা গেছে, একটি প্রদীপ হাতে আয়নার সামনে দাঁড়িয়ে আছেন তিনি। আলো-আঁধারির খেলায় তার চোখে ফুটে উঠেছে এক রহস্যময় ভাব। সিনেমায় তার রাজকীয় লুক নজর কেড়েছিল আগেই। এরপর গত বুধবার ট্রেলারটি মুক্তি পায়। আর ট্রেলারেই বাজিমাৎ করেছে ‘পোন্নিয়ান সেলভান ২’। ইতিমধ্যেই ট্রেলারটি দর্শকমহলে দুর্দান্ত সাড়া ফেলেছে। কল্কির ঐতিহাসিক কাহিনির উপর ভিত্তি করেই এই সিনেমা তৈরি। মূলত চোল রাজবংশের ইতিহাস নিয়েই সিনেমার গল্প। সিনেমার মূল চরিত্রগুলোতে অভিনয় করেছেন চিয়ান বিক্রম, ঐশ্বরিয়া রাই বচ্চন, কারথি, তৃষা, ঐশ্বর্য্য ল²ী, জয়ম রবি, সবিতা ধুলিপালা ও অন্যান্যরা। প্রথম কিস্তির মতো দ্বিতীয়টিতেও সংগীত পরিচালনা করেছেন এ আর রহমান। গত বছর মুক্তিপ্রাপ্ত ‘পোন্নিয়ান সেলভান’ বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল। বিশ্বব্যাপী ৫০০ কোটির বেশি আয় করেছে সিনেমাটি। এবার দেখা যাক, বহুল প্রতীক্ষিত দ্বিতীয় কিস্তি বক্স অফিসে কতটা ঝড় তোলে! সূত্র : জি নিউজ ইন্ডিয়া

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com