শেখ মফিজুর রহমান
জেলা ও দায়রা জজ, রাজশাহী
আমার কিছু পোষা দুঃখ আছে
স্কুলে পেন্সিলে হারানো দুঃখ
কোন একদিন বৃষ্টিতে ভিজতে
না পারার দুঃখ।
দূরের চাঁদটা’কে হাতের মুঠোয় ভরে
দেখতে না পারার দুঃখ।
এক ডুবে সাঁতরে পার হতে না পারার দুঃখ।
গ্রামের ফুটবল টিম হেরে যাওয়ার দুঃখ।
ছেলেবেলা হারিয়ে ফেলার দুঃখ
বাবা’কে এরপর মা’কে হারিয়ে ফেলার দুঃখ।
আর এখন?
দুঃখ প্রকাশ না করতে পারার দুঃখ!
প্রতিনিয়ত দুঃখ পাই কিন্তু
প্রকাশের পথ পায় না।
দুঃখ প্রকাশ করতে গেলে
এক দুঃখ আরো শত দুঃখ জাগিয়ে তোলে।
সেই কবে দুই পয়সার
বাতাসা হারিয়ে ফেলেছিলাম
সেই দুঃখ আজ অন্য কোন
না পাওয়াতে ভর করে।
আগে চিৎকার করে কাঁদতে পারতাম
এখন পারি না।
এখন হয়তো অনেক কিছুই পারি
কিন্তু দুঃখ প্রকাশ করতে পারি না।
আমার কিছু পোষা দুঃখ আছে
আমার কিছু না পাওয়া আছে।
সবারই কিছু পোষা দুঃখ থাকে।