শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৮:৪৬ পূর্বাহ্ন

প্রচন্ড ঠান্ডায় প্যারিসের রাস্তায় মরে পরে রইলেন বিখ্যাত আলোকচিত্রী, দেখল না কেউ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২

এফএনএস আন্তর্জাতিক ডেস্ক: সুইজারল্যান্ডের বিখ্যাত আলোকচিত্রী রেনে রবার্ট প্রচন্ড ঠান্ডায় প্যারিসের রাস্তায় পড়ে ছিলেন নয় ঘণ্টা, কিন্তু কেউ তার দিকে ফিরেও তাকায়নি। এভাবে তাঁর মৃত্যু আর মানুষের নির্বিকার আচরণ ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে ফ্রান্সে। খবর দ্য গার্ডিয়ানের। ৮৫ বছর বয়সী রেনে রবার্ট দীর্ঘ সময় মুমূর্ষু অবস্থায় পড়ে থাকলেও কেউ তাঁকে বাঁচাতে এগিয়ে আসেনি। অথচ তিনি দীর্ঘদিন ধরে প্যারিসের ওই এলাকাতেই বসবাস করে আসছিলেন, ওই রাস্তায় তিনি নিয়মিত হাঁটতেন। রেনে রবার্টের তোলা স্পেনের জনপ্রিয় ফ্ল্যামেংকো তারকাদের ছবি তাকে সুখ্যাতি এনে দিয়েছিল। তাঁর এক বন্ধুর বরাত দিয়ে গার্ডিয়ান লিখেছে, হাজার হাজার মানুষের চোখ এড়িয়ে যাওয়ার পর অবশেষে তাকে বাঁচাতে এগিয়ে এসেছিলেন এক গৃহহীন। তবে ততক্ষণে খুব দেরি হয়ে গেছে। তার আগেই মারা যান রবার্ট। মানুষের এমন আচরণকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই অমানবিক ও বর্বর বলছেন। নেদারল্যান্ডসে স্পেনের দূতাবাস এক টুইটে লিখেছে, ‘ক্যামেরার ফ্রেমে ফ্ল্যামেংকো শিল্পীদের অমর করে তোলা রেনে রবার্টের মৃত্যু আমাদের সামগ্রিক মানবিক চেতনাকে চ্যালেঞ্জ জানিয়ে গেল।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com