প্রতাপনগর (আশাশুনি) প্রতিনিধিঃ প্রতাপনগরে সমন্বিত দুর্যোগ ঝুঁকি হ্রাসের মাধ্যমে কমিউনিটির সক্ষমতা তৈরি আইডিআরআর প্রকল্পের অধীনে কারিতাসের ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা দশটায় প্রতাপনগর ইউনিয়ন পরিষদ হলরুমে কারিতাস জার্মানির আর্থিক সহযোগিতায় কারিতাস বাংলাদেশ খুলনা অঞ্চলের আয়োজনে আম্ফান ইয়াস ঝড়ে বিধ্বস্ত ক্ষয়ক্ষতি অবকাঠামো অবস্থা চিহ্নিত ও প্রতাপনগর ইউনিয়ন পুনর্গঠন উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা প্রকল্পের বিগত বছরের কার্যক্রম পরযালালো করতে এ ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ডব্লিউডিএমসি, (ইউডিএমসি এবং ইউজেডডিএমসি) দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যগণের অংশগ্রহণে প্যানেল চেয়ারম্যান সোহরাব হোসেনের সভাপতিত্বে কারিতাস প্রতাপনগর ইউনিয়ন ম্যানেজার অলোই শিয়াস গাইনের সার্বিক পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য শহিদুলাহ সানা, কারিতাস কর্মকর্তা বৃন্দ, অন্যান্য ইউপি সদস্য সহ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য বৃন্দ বক্তব্য রাখেন।