প্রতাপনগর (আশাশুনি) প্রতিনিধিঃ প্রতাপনগর ইউনিয়ন গ্রাম ডাঃ কল্যাণ সমিতির বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১ টায় প্রতাপনগরের প্রাণ কেন্দ্র তালতলা বাজার আল আরাফাহ ইসলামী ব্যাংকের ৩য় তলায় গ্রাম ডাঃ কল্যাণ সমিতির সভাপতি হাফেজ আলহাজ্ব জিয়াউল হক এনায়েত উলাহর সভাপতিত্বে গ্রাম ডাঃ কল্যাণ সমিতির সহ-সভাপতি ডাঃ গোলাম ইয়াছিনের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডাঃ আব্দুল গনি, গ্রাম ডাঃ কল্যাণ সমিতির সাধা: সম্পাদক ডাঃ আবুল কালাম, প্রতাপনগর সরঃ প্রাঃ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব ডাঃ আব্দুল মান্নান, ডাঃ আব্দুর রশিদ, ডাঃ বিনয় কৃষ্ণ মৃত্র, ডাঃ আকরাম হোসেন, ডাঃ আকতার, ডাঃ আবু হানিফা, ডাঃ আল আমিন, অনুষ্ঠানে রুগীদের সেবার মান বাড়াতে আরো আন্তরিকতার সাথে কাজ করা ও দুস্থ অসহায় গরীব রুগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করার জন্য আহ্বান জানান গ্রাম ডাঃ কল্যাণ সমিতির সভাপতি।