আশাশুনি (প্রতাপনগর) প্রতিনিধি \ প্রতাপনগরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। ইউনাইটেড একাডেমী প্রতাপনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৫ জানুয়ারি এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয় এবং গতকাল অনুষ্ঠানটি সমাপ্ত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবু সেলিম। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী। অনুষ্ঠানের প্রথম দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন। ইউনিয়ন পর্যায়ের এ অনুষ্ঠানে ইউনিয়ন শিক্ষক সমিতির সভাপতি পূর্ব নাকনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াছাত আলী ও সাধারণ সম্পাদক মাষ্টার মুরাদ আহমেদ সহ ইউনিয়নের অন্যান্য সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠান সঞ্চালনা পরিচালনা করেন।