প্রতাপনগর (আশাশুনি) প্রতিনিধি \ প্রতাপনগরে ঘুর্ণিঝড় পূর্বাভাস ভিত্তিক আগাম সাড়াদান ব্যবস্থাপনা বিষয়ক “সাগর পাড়ের জীবন যুদ্ধ” নাটিকার মাঠ মহড়া প্রদর্শন অনুষ্ঠান অনুষ্ঠিত। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ঘুর্ণিঝড় পূর্বাভাস ভিত্তিক আগাম সাড়াদান কর্মসূচির আওতায় ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডঋচ) এর অর্থায়নে উত্তরণের ব্যবস্থাপনায় প্রতাপনগর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে গতকাল বেলা ৪টায় ইউনাইটেড একাডেমী প্রতাপনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মাঠ মহড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি স ম আক্তারুজ্জামান, উপজেলা প্রেসক্লাব সভাপতি জি এম আল ফারুক, ইউপি সদস্য সোহরাব হোসেন, ইউপি সদস্য যথাক্রমে আইয়ুব আলী সরদার, মোখছেদুর রহমান, উজ্জ্বল হোসেন, রায়হান, প্রভাষক মাওঃ আব্দুর রউফ, প্রকল্প সমন্বয়কারী ডেভিড অধিকারী, মাষ্টার আলমগীর হোসেন, ইউপি সদস্যা খদেজা খাতুন, ইউপি সদস্যা আছিয়া খাতুন, সাবেক মাদ্রাসা সুপার মোস্তফা আবু ইয়াহিয়া, সাবেক ইউপি সদস্য আবু আব্দুল্লাহ, দৃষ্টিপাত সাংবাদিক মাসুম বিল্লাহ, ইউনিয়ন বিএনপি নেতা আতিয়ার রহমান, উপজেলা প্রকল্প কো অডিনেটর রেনুকা সরকার প্রমুখ।