প্রতাপনগর (আশাশুনি) প্রতিনিধিঃ সল্পো খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে। ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের মাধ্যমে ইউনিয়নের শান্তি সুশৃঙ্খল রাখতে গ্রাম আদালত খুবই গুরুত্ব বহন করে। যথাযথ সরকারি আইনের প্রতি গভীর শ্রদ্ধা ও অনুসরণ করে অভিযুক্ত (আসামি) কে যথাযথ শপথ বাক্য পাঠ করার মধ্য দিয়ে গতকাল বেলা সাড়ে দশটায় প্রতাপনগর ইউনিয়ন পরিষদ বিচারিক আদালতে মামলা শুনানি নিষ্পত্তির মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে। নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী, সংরক্ষিত মহিলা সদস্য, সাধারণ সদস্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতে গ্রাম পুলিশদের সজাক কর্মতৎপরতার মধ্যদিয়ে গ্রাম আদালতের প্রথম বিচারিক কার্যক্রমের সময় আগত বিচার প্রার্থী ও অপরাধী উভয়ের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিচারিক আদালতে ১২ টি অভিযোগ মামলার মধ্যে দুটি অভিযোগ মামলা মিমাংশা নিষ্পত্তি হয়। তিনটি কোট মামলার তদন্ত চলমান। সাতটা অভিযোগ মামলা বিবাদী সময়ের আবেদন করলে। আদালত তা মঞ্জুর করেন।