মাসুম প্রতাপনগর (আশাশুনি) থেকে \ প্রতিনিধিঃ প্রতাপনগর রুইয়ারবিল ভাঙ্গন বেড়িবাঁধ পরিদর্শনে ভাঙ্গন আতংকে আতংকিত ভুক্তভোগী এলাকাবাসীর খোঁজ খবর নিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমান। প্রতাপনগর ইউনিয়নের রুইয়ারবিল গ্রামের প্রবেশ দ্বার সানা বাড়ি সংলগ্ন বেড়িবাঁধে ভয়াবহ ভাঙ্গন লেগেছে এ খবর সাতক্ষীরা থেকে বহুল প্রচলিত প্রসারিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকাসহ বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া ও গণমাধ্যমে ফলাও ভাবে প্রকাশিত হয়। যাহা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমানের দৃষ্টিগোচর হয়। যাহার প্রেক্ষিতে একান্ত আন্তরিকতার সাথে গতকাল বেলা দশটায় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালীর উপস্থিতে ভাঙ্গন পয়েন্ট, শ্রীপুর কুড়িকাহুনিয়া, রুইয়ারবিল, সুভদ্রা কাটি, চাকলা, দীঘলার আইট এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সহ এলাকার বিধ্বস্ত বিভিন্ন রাস্তা ঘাট পরিদর্শন করেন ও এলাকাবাসীর সার্বিক অবস্থার খোঁজ খবর নেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমান। পরে বেলা সাড়ে বারোটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে ইউপি সদস্যা, সদস্যদের অংশগ্রহণে এলাকার সার্বিক বিষয়ে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগোষ্ঠীর সক্ষমতা শক্তিশালী করণ (পরিবেশ) বিষয়ক বারসিক সংস্থার প্রকল্প বাস্তবায়নের অংশ হিসাবে বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনায়াস নলেজ (বারসিক) এর পক্ষ থেকে বারসিক উপজেলা এ্যাডভোকেসি এ্যাসিস্টান শিউলি মন্ডল, বারসিক উপজেলা ফিলফ্যাসেলিটর আল আমিন হোসেনের উপস্থিতিতে দুস্থ অসহায় হিজলিয়া গ্রামের আব্দুস সামাদ এর স্ত্রী আফরোজা খাতুন কে সাবলম্বী কর্মসৃষ্টি করার লক্ষ্যে একটি সেলাই মেশিন প্রদান করা হয়।