শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৭:০৬ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন -জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১১ মার্চ, ২০২২

মীর আবুবকর \ সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২২ পালিত হয়েছে। মুজিব বর্ষের সফলতা দুর্যোগ প্রতিরোধ গতিশীলতা এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে গতকাল সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিঃ জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আব্দুল বাসেত, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সাধারণ সম্পাদক ফিরোজ কামাল শুভ্র। জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, প্রতিবছর উপকূলীয় অঞ্চল দুর্যোগের প্রভাব বেশি লক্ষ্য করা যায়। সুন্দরবনকে রক্ষা করতে হবে কোন অবস্থায় সুন্দরবনের গাছ কাটা যাবে না। দুর্যোগকালীন সময়ে গাছ বুক পেতে আমাদের রক্ষা করে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রাকৃতিক দুর্যোগ থেকে দেশকে রক্ষা করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। পুরোপুরি দুর্যোগ প্রতিরোধ সম্ভব নয় তবে জনসচেতনার মাধ্যমে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। প্রত্যেকের নিজস্ব অবস্থান থেকে দেশকে ভালোবেসে বিবেকবান হয়ে কাজ করলে দুর্যোগ প্রশোমন করা কিছুটা সম্ভব। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা, ফায়ার সার্ভিস সদস্য ও সাতক্ষীরা সরকারি বিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এর পূর্বে জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে এবং ফায়ার সার্ভিসের বিশেষ মহড়া প্রদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com