জেলা সাংবাদিক পরিষদের প্রধান উপদেষ্টা এনটিভি ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি প্রবীণ সাংবাদিক সুভাষ চৌধুরী সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য জেলা সাহিত্য পরিষদ সম্মাননা পেয়েছেন। ১৪ মে ২০২২ তুফান কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত দিনব্যাপি সাহিত্য সম্মেলনে প্রধান অতিথি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব আব্দুর সামাদ ফারুক, অতিরিক্ত সচিব মোঃ রইচ উদ্দীন এবং সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির এর হাত থেকে সম্মাননা ক্রেস্ট এবং সনদপত্র গ্রহন করেন। তার এই সম্মাননা প্রাপ্তিতে প্রানঢালা অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা সাংবাদিক পরিষদের সভাপতি শেখ আছাফুর রহমান, সহ সভাপতি মোঃ আমিরুল ইসলাম, মুজিবুর রহমান, সেলিম শাহরিয়ার, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, আল মাউসুদ, ইউসুফ আলী, হাবিবুর রহমান সোহাগ, ইব্রাহিম খলিল, গাজী মনিরুজ্জামান মনির, মোঃ খাইরুল বাসার, আব্দুর রহমান, ইকবাল হোসেন, হোসেন আলী, প্রশান্ত কুমার পাল, রাশিদা আক্তার,তাজেল হোসেন, জাহাঙ্গীর হোসেন, আজগর আলী, ইব্রাহির হোসেন, শামীম হোসেন, আব্দুল হামিদ, রুবেল হোসেন, মহাদেব, প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি