দৃষ্টিপাত রিপোর্ট \ বাংলাদেশ এগিয়ে চলেছে, অর্থনিিততে সুবাতাস বইছে, দেশের অর্থনৈতিক উন্নয়নে সাতক্ষীলার অনবদ্য ভূমিকা জাতীয় ভাবে স্বীকৃত। বাস্তবতা হলো সাতক্ষীরা উন্নয়নের ক্ষেত্রে, নিত্য প্রয়োজন, বঞ্চিত। এমনই এক বঞ্চনার নাম প্রাকৃতিক গ্যাস। অথচ রাজধানী ঢাকা এবং বিভাগীয় শহর গুলোর বাইরেও প্রকৃতিক গ্যাসের সরবরাহ এবং অস্তিত্ব, অবস্থান বিদ্যমান থাকলেও সাতক্ষীরা উক্ত গ্যাস হতে বঞ্চিত। সাতক্ষীলার বিশলক্ষাধীক মানুষের দীর্ঘ দিনের চাওয়া প্রাকৃতিক গ্যাস কিন্তু উক্ত গ্যাস সরবরাহ ও প্রাপ্তি অধোরাই থেকে যাচ্ছে। জাতীয় অর্থনীতিতে বিশেষ গুরুত্বপুর্ণ সাতক্ষীরার জনসাধারন বরাবরই উন্নয়নের সাথে সম্পৃক্ত, আর তার প্রাকৃতিক গ্যাস কেবল মাত্র দৈনন্দিন রান্না বান্নার জন্য নয় শিল্প উৎপাদনেও কাঙ্খিত ভুমিকা পালন করতে পারে, দেশের বৈদেশিক মুদ্রা উপার্জনের অন্যতম মাধ্যম হিসেবে কাঙ্খিত ভূমিকা রেখে চেলছে চিংড়ী শিল্প। আর চিংড়ী শিল্পের উৎপাদনের উর্বর ক্ষেত্র সাতক্ষীরা। এই জেলার চিংড়ী বিশ্ব বাজারে রপ্তানীর পাশাপাশি দেশীয় বাজারেও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। জেলায় প্রাকৃতিক গ্যাস সরবরাহ হলে চিংড়ী খাদ্য উপযোগী রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বাজারজাত করা সম্ভব। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের বিকল্প নেই। সাতক্ষীরায় ঘর,গৃহস্থালী পাশাপাশি হোটেল ও বেকারী ব্যবস্থপনায় বিপুল পরিমান জ্বালানী খরচ হয় বা বৃক্ষ নিধনের মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন হয়। জেলায় প্রাকৃতিক গ্যাস সরবরাহ থাকলে জ্বালানী হিসেবে সাশ্রয় করবে তা উপভোগ করার সুযোগ সৃষ্টি হতো। সিলিন্ডার গ্যাসের মূল্য বেড়েই চলেছে, সিলিন্ডার গ্যাস এবং পাইপের মাধ্যমে সরবরাহ করা গ্যাসের মুল্য ব্যবধান অনেক বেশী, বিধায় অর্থনৈতিক ভাবে লাভবান হতে পারতো জেলাবাসি। সাতক্ষীরাতে দেশের অন্যতম স্থল বন্দর ভোমরা, দেশের অভ্যন্তরীন রাজস্ব উপার্জনের অন্যতম মাধ্যম এই বন্দর। প্রাকৃতিক গ্যাস সরবরাহ থাকলে আমদানী কৃত পাথর ভাঙ্গা সহ ভোমরা বন্দরের অবকাঠামোগত উন্নয়ন সম্ভব হতো। সাতক্ষীরার শরহ সহ মফস্বল এলাকাগুলোতে আবাসিক হোটেল ব্যবস্থার বিপ্লব ঘটেছে। দেশের দুরদুরান্ত হতে লোকজন সাতক্ষীরায় অবস্থান করে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ থাকলে আবাসন পরস্থিতির উন্নয়ন সহ জেলার জীবনযাত্রার মানউন্নয়নের ক্ষেত্র এগিয়ে যেত। অবকাঠামোগত উন্নয়নে, নির্মানে, গ্যাসের ব্যবহার বহুগুন বৃদ্ধি পেয়েছে। গ্যাস জালাই শিল্পের প্রসর ঘটলেও তা ব্যয় বহুল প্রাকৃতিক গ্যাসের মাধ্যমে হলে সাশ্রয় হতো লাভবান হতো নির্মান শিল্প। সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি দৃষ্টিপাত সম্পাদক ও প্রকাশক জিএম নুর ইসলাম বলেন সাতক্ষীরার বিশ লক্ষ মানুষের নায্য দাবী প্রাকৃতিক গ্যাসের প্রাকৃতিক গ্যাসের সরবরাহ হলে সাতক্ষীরা অর্থনীতিতে, উন্নয়ন, ব্যবসায়, প্রবৃদ্ধি এবং মর্যাদায় অনেক দুর এগিয়ে যাবে। আমরা অবিলম্বে সাতক্ষীরায় প্রাকৃতিক গ্যাস সরবরাহের দাবী জানাচ্ছি।