দক্ষিণ শ্রীপুর কালিগঞ্জ প্রতিনিধিঃ বেরসিক জনতা আপত্তিকর অবস্থায় আটক করেছে তিন সন্তানের জনক, বহুল অপকর্মহোতা মীর শাহিনুর (৩৩) কে। সে উপজেলার দক্ষীন শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের মীর জিয়াদ আলীর পুত্র। শাহিন একই গ্রামের এক সন্তানের জননী, মনিশংকর মোদকের স্ত্রীর সাথে দীর্ঘদিন পরকিয়ায় গোপন অভিসারে লিপ্ত হতেন। এরই ধারাবাহিকতায় সোমবার রাত আনুঃ ১১ টায় বেরসিক জনতা তাকে মনিশংকারের ঘরেই আটক করে। একপর্যায়ে ঐ রাতেই নাম প্রকাশে অনিচ্ছুক গন্যমান্য ব্যাক্তিবর্গ উত্তম মাধ্যম দিয়ে ছেড়ে দেয়। এঘটনায় উভয়ের পরিবারে বিরাজ করছে চরম অশান্তি।