দেবহাটা অফিস \ ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবি ও মানবিক সংগঠন ফেয়ার মিশনে শান্তা নাজির ঘের ইউনিটের সভাপতি হলেন নাঈম হাসান ও আকছেদুর রহমান। গতকাল বিকালে নাজির ঘের মাদ্রাসা ময়দানে স্থানীয় উদ্যোমী, মানবসেবক, হিতৈশি ও বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবীর উপস্থিতিতে উক্ত কমিটি গঠন করা হয়। প্রধান অতিথি ছিলেন সংগঠনের পরিচালক আলহাজ্ব আঃ কাদের মহিউদ্দীন, পারুলিয়া ইউনিয়ন সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুস সালাম, সুশান্ত মলিক, শরিফুল ইসলাম, প্রমুখ। প্রধান অতিথি সভাপতি, সম্পাদক সহ অপরাপর সাত সদস্যকে মানবিক কর্মকান্ডে নিজেদের কে সম্পৃক্ত হওয়ার শফত বাক্য পাঠ করান।