শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:১৮ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সেচ্ছাসেবক লীগকে আরও ভুমিকা নিতে হবে -এমপি বাবু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২

কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে সেচ্ছাসেবক লীগকে আরও বেশি ভূমিকা নিয়ে কাজ করতে হবে। সোমবার বিকেলে খুলনা-৬ কয়রা পাউকগাছার সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আকতারুজ্জামান বাবু স্থানীয় সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কয়রা উপজেলা সেচ্ছাসেবক লীগের প্রতিনিধি সম্মেলন সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশে এবং বিদেশে ষড়যন্ত্র শুরু হয়েছে, তাই আগামী দিনে স্বাধীনতা বিরোধী ও দেশে বিদেশে থাকা সকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে সেচ্ছাসেবক লীগ একটি বড় ভূমিকা নিয়ে কাজ করবে। তিনি বলেন, কয়রা উপজেলা সেচ্ছাসেবক লীগ নতুন প্রজম্মের মাধ্যমে গড়ে তোলা হবে এবং সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের পাশাপাশি এই সংগঠেনর ভূমিকা থাকবে গুরুত্বপূর্ণ। প্রতিনিধি সভায় উপজেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক এ্যাডঃ মোশাররফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম মোহসিন রেজা, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নিশিত রঞ্জন মিস্ত্রী, খুলনা জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পদক এমএম আজিজুর রহমান রাসেল। এছাড়া সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও কয়রা সদর ইউপি চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল, সহ আওয়ামীলীগ নেতা এসএম হারুন অর রশীদ, সুজিৎ কুমার রায়,এসএম জিয়াদ আলী, মাষ্টার খায়রুল আলম, সেচ্ছাসেকলীগ নেতা রোকনুজ্জামান কাজল, আকতারুল ইসলাম, ইমদাদুল হক টিটু ও রকিব। প্রতিনিধি সভায় জেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি উপস্থিত নেতাকর্মীদের উদ্যেশ্যে বলেন, সেচ্ছাসেবক লীগ খুলনার ৯ টি উপজেলায় আওয়ামীলীগের পাশে থেকে ব্যাপক ভূমিকা নিয়ে কাজ করবে এবং কয়রা উপজেলায় সেচ্ছাসেবক লীগ একটি মজবুত সংগঠন হবে বলে আমি মনে করি। দেশি বিদেশী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সকল আন্দোলনে অগ্রণী ভূমিকায় থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com