বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ০৬:৪৫ অপরাহ্ন

বঙ্গোপসাগরে ফের লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২

এফএনএস: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ফের লঘুচাপ সৃষ্টি হয়েছে। পটুয়াখালীর পায়রা বন্দরসহ দেশর সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে ওঠে। আকাশে মেঘের ঘনঘটা বিরাজ করছে। জেলার কোথাও কোথাও থেমে থেমে গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। উপক‚লীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকা করছে আবহাওয়া অফিস। পটুয়াখালী আবহাওয়া অফিসের ইনচার্জ মাহবুবা সুখী জানান, গত সোমবার থেকে গতকাল মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে বাতাসের বেগ ও বৃষ্টিপাত বাড়তে পারে বলে জানান তিনি। এছাড়াও জেলার উপকীলীয় এলাকার সব মাছ ধরা ট্রলারকে নিরাপদে থাকতে বলা হয়েছে। এদিকে গত সোমবার বিকেল থেকেই মাছ ধরতে যাওয়া অনেক ট্রলার লঘুচাপের কারণে ফিরে শিববাড়িয়া নদীতে আশ্রয় নিয়েছে। মহিপুর আলিপুর মৎস্য বন্দর মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল­া বলেন, আমরা গত সোমবার বিকেলে লঘুচাপের খবর পেয়েছি। হঠাৎ করে তিন নম্বর সংকেত জারি হওয়ায় জেলেরা ফিরতে শুরু করেছে। পটুয়াখালীর মহিপুরে আশপাশের এলাকার ট্রলার আশ্রয় নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com