 
																
								
                                    
									
                                 
							
							 
                    মথুরেশপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জের সীমান্তবর্তী বসন্তপুর কাস্টমস গোডাউনে ২টি ভারতীয় বড় গরু নিলাম সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কস্টমস চত্বরে প্রকাশ্য নিলামে সর্বোচ্চ দরে ডেকে নেন শেখ আজাদ আল ইমরান নামের এক গরু ব্যবসায়ী। বসন্তপুর কাস্টমস গোডাউন সূত্রে জানা গেছে, গত ১০ ফেব্রুয়ারি বিজিবি কর্তৃক আটককৃত ২টি ভারতীয় গরু বসন্তপুর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। পরে আজ বৃহস্পতিবার দুপুরে প্রকাশ্য নিলামে সর্বোচ্চ দরদাতাকে ২ লাখ ৪৫ হাজার ৫৭৫ টাকায় গরুগুলোকে বুঝিয়ে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরার কাস্টমস সুপার নাজমুল হুদা, ইন্সপেক্টর আব্দুলাহ আল কাফি, উপজেলা প্রাণিসম্পদের উপ-সহকারী প্রাণিসম্পদ অফিসার (সম্প্রসারণ) রবিউল ইসলাম মুকুল, বসন্তপুর বিজিবি ক্যাম্পের সুবেদার বন্দে আলী মিয়া, থানার উপ-পরিদর্শক সিয়াবুল ইসলাম সহ সাংবাদিকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নিলামে অংশগ্রহণকারীরা।