সোমবার, ২২ জুলাই ২০২৪, ০৫:৪৬ অপরাহ্ন

বসন্তপুর নৌ-রুট স্থাপনের কাজ বাস্তবায়ন হলে অর্থনীতিতে সুবাতাস বইবে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২

ফরিদুল কবির, মথুরেশপুর থেকে \ সাতক্ষীরায় অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার লক্ষে ও বাস্তবায়নে করতে জোরালো ভূমিকা পালন করে আসছেন জেলা আ’লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এজাজ আহমেদ স্বপন। একটুখানি সুযোগ পেলেই আর্থ সামাজিক উন্নয়নে ছুটে যান সরকারের বিভিন্ন দপ্তরে। তার উদ্যোগে আজ অনন্য নজির সৃষ্টি হতে যাচ্ছে কালিগঞ্জের বসন্তপুর নৌ-বন্দরটি। অবশেষে স্বপ্নের নৌ-রুটটি বাস্তবায়নের জন্য গেজেট আকারে প্রকাশিত হওয়ার খবরে সর্বত্র আনন্দের জোয়ার বইছে। শুক্রবার দিনব্যাপী জেলা ও উপজেলা আ’লীগের নেতৃবৃন্দ সরেজমিনে সীমান্ত পাড়ের মানুষের সাথে আনন্দ উপভোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সদস্য এ্যাডঃ জিয়াউর রহমান বাচ্চু, উপজেলা আ’লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সী, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ হাবিব ফেরদৌস শিমুল, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিএম মহিবুল­াহ রনি, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মনিরুল ইসলাম, ধারাভাষ্যকার মোস্তাফিজুর রহমান মোস্তাক, কালিগঞ্জ প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা সাহারুল রহমান প্রমুখ। এসময় জেলা আ’লীগের বানিজ্য বিষয়ক সম্পাদক এজাজ আহমেদ স্বপন বলেন, বসন্তপুর নৌ-রুট স্থাপনের কাজ বাস্তবায়ন হলে অর্থনীতিতে সুবাতাস বইবে। নৌ-বন্দর পুনরায় চালু হলে নির্মিতব্য দেশের অন্যতম অর্থনৈতিক অঞ্চলের ব্যবসায়ীদের বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। দেশের বিভিন্ন এলাকার সাথে নৌ-পথে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটবে। এছাড়াও সড়ক পথে পণ্য পরিবহনের চাপ অনেকাংশে কমে যাবে। এদিকে উপজেলা আ’লীগের সভাপতি বলেন, নৌ-রুট চালুর বিষয়ে সরকারিভাবে গেজেট প্রকাশ খুশির সংবাদ। এজন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com