বাঁশদহা (সাতক্ষীরা সদর) প্রতিনিধি \ সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের হাওয়ালখালী দক্ষিন পাড়া মসজিদ কমিটির নয়া সভাপতি হলেন বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক এ এইচ এম কামরুজ্জামান ও সম্পাদক সবুজ ।এ কমিটি নিয়ে বেশ কিছু দিন ধরে এলাকায় দুটি পক্ষের মাঝে কিছুটা দ্বন্ধ চলছিল। আর এ অবস্থার সুষ্ঠ সমাধান কল্পে গত বৃহষ্পতিবার এশার নামাজের পর এলাকাবাসী একত্রে বসে কোন রকমের দ্বন্ধ ফেসাদ ছাড়ায় কামরুজ্জামানকে সর্বসম্মতি ক্রমে সভাপতি ও সিদ্দিকুর রহমান সবুজ কে সা.সম্পাদক হিসাবে মনোনীত করেন।সুষ্ঠ ও সুন্দর ভাবে কমিঠি গঠন হওয়ায় মুসলিদের মধ্যে আনন্দের ভাব পরিলক্ষীত হয়।