রবিবার, ২১ জুলাই ২০২৪, ০১:০০ পূর্বাহ্ন

বাঁশদহা ও ঝাউডাঙ্গায় পৃথক প্রতিষ্ঠানে মহান স্বাধীনতা দিবস পালন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৮ মার্চ, ২০২২

বাঁশদহ (সাতক্ষীরা সদর) প্রতিনিধি \ সাতক্ষীরা সদরের বাঁশদহা ও ঝাউডাঙ্গা ইউনিয়নের পৃথক শিক্ষা প্রতিষ্ঠন, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের আয়োজনে যথাযথ মর্যাদয় স্বধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান স্বাধীনতা দিবস পালন করা হয়েছে।এ উপলক্ষ্যে গত শনিবার বাঁশদহর মির্জানগর দাখিল মাদ্রাসায় ম্যানেজিং কমিটির সভাপতি জেলা জজ কোর্টের পি পি এ্যাড. আব্দুল লতিফের সভাপতিত্বে দুপুর ১২ টায় মাদ্রাসা ময়দানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার মফিজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সুপার মাওঃ জালালউদ্দীন, ইউপি সদস্য খোরশেদ আলম রিপন সহ অন্যান্য শিক্ষক মন্ডলী।পরবর্তীতে অতিথি মন্ডলী স্বাধীনতা দিবসে বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহন কারী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরুষ্কার বিতরন করেন। অপরদিকে ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবসের কার্যক্রম শুরু করেন।কলেজের ছাত্র-ছাত্রীরা খেলাধুলা ,নাচ ,গান ক্রিকেট ম্যাচ, কবিতা আবৃতি, কুইক -কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ড. গোপাল চন্দ্র সরদ্র, সহ, অধ্যাপক পরিমল কুমার ঘোষ ,সহ.অধ্যাপক জেসমিন নাহার,সহ,অধ্যাপক আব্দুল মান্নান,প্রভাষক আবু হেলাল ,প্রভাষক হাসান মাহমুদ রানা সহ অন্যান্য শিক্ষক মন্ডলী।অন্যদিকে বাঁশদহর রেই্উ বাজারে ইউনিয়ন মুক্তি যোদ্ধা সন্তান কমান্ডের উদ্দ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে।এ উপলক্ষ্যে গত শনিবার সন্ধ্যায় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কার্যালয়ে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্টিত হয় এ সময় মুক্তিযুদ্ধের উপর আলোচনা করেন প্রভাষক অহিদুজ্জামান লাভলু,সন্তান কমান্ডের সাধরন সম্পাদক মাষ্টার শহিদূল ইসলাম,অছিকুল ,১ নং ওয়ার্ড আ,লীগের সা.সম্পাদক আবুল কাশেম।এ ছাড়া সহ-সভাপতি আবুল আমিন,যুবলীগ নেতা আসাদুজ্জামান মিন্টু,জুলফিকার আলী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন । স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহন কারী সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন রেইউ বাজার জামে মসজিদের ইমাম গোলাম মোস্তফা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com