বাংলাদেশ বর্তমান সময় রপ্তানীমুখি দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। বিশ্বের দেশে দেশে আমরা বিভিন্ন ধরনের পন্য সামগ্রী রপ্তানী করে চলেছি। আর রপ্তানী করা পন্য সামগ্রীর কল্যানে বাংলাদেশ প্রতিবছর শত শত কোটি টাকার বৈদেশিক মুদ্রা উপার্জন করে থাকে। আমাদের দেশের অর্থনীতি বর্তমান সময়ে বিশ্ব অর্থনীতিকে স্পর্শ করেছে। কয়েক বছর পূর্বে আমাদের অর্থনীতির দুরবস্থার শেষ ছিল না, কিন্তু বাস্তবতা হলো বর্তমান সময়ে আমাদের দেশের অর্থনীতি এবং অর্থনীতির চাকা এমন ভাবে ঘুর্ণায়মানের পর্যায়ে যা অতীতের যে কোন সময় অপেক্ষা অধিকতর গতিশীল। আমাদের দেশের অর্থনীতিতে সুবাতাস প্রবাহীত হওয়ার আরও বহুবিধ মাধ্যম বিদ্যমান বিশেষ করে শিল্প সামগ্রীর উৎপাদন এবং তা বিশ্ব বাজারে রপ্তানীর মাধ্যমে প্রতি বছর দেশ শত শত কোটি টাকার বৈদেশিক মুদ্রা উপার্জন করে উক্ত বৈদেশিক মুদ্রা আমাদের অর্থনীতিকে কাঙ্খিত ভাবে সুদৃঢ় ও শক্তিশালী করে চলেছে। আমাদের অর্থনীতির মেরুদন্ডে পরিনত হয়েছে বৈদেশিক মুদ্রা আর বৈদেশিক মুদ্রার উপার্জন এবং দেশের অর্থনীতিতে ব্যাপক প্রভাব এবং বিষয়টি আন্তর্জাতিক বিশ্ব বিশেস ভাবে অবগত। যতই দিন যাচ্ছে ততোই আমাদের অর্থনীতির চাকা শক্তিশালী হচ্ছে এবং ক্রমান্বয়ে বিশ্ব ব্যবস্থায় বাংলাদেশকে মধ্যম আয়ের দেশের তালিকায় নিচ্ছে। বাংলাদেশের অর্থনীতি একদা বিদেশ নির্ভর ও বিশ্ব ব্যাংক বা অপরাপর দাতা সংস্থার উপর নির্ভরশীল ছিল কিন্তু বাস্তবতা হলো আমাদের অর্থনীতির চাকা বর্তমান সময়ে অত্যন্ত সুদঢ় এবং সুসংহত। যতই দিন যাচ্ছে ততোই আমাদের অর্থনীতির উন্নয়ন অনন্য উচ্চতায় পৌছাচ্ছে।