শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:২৬ অপরাহ্ন

বাংলাদেশের শিল্প : এবং অর্থনৈতিক বাস্তবতা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২

বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশের আবহাওয়া জলবায়ূ ভূ-প্রকৃতি সবই কৃষি সহায়ক, আবহমানকাল যাবৎ আমাদের দেশের জনসাধারন এর প্রধানতম পেশা হিসেবে বিবেচিত ও স্বীকৃত কৃষি। আর এ কারনে জন সাধারনের উলে­খযোগ্য সংখ্যক কৃষির উপর নির্ভরশীল। আমাদের দেশের পরিশ্রমি কৃষকরা বৃষ্টিতে ভিজে রৌদ্রে পুড়ে সোনার ফসল উৎপাদন করে থাকে আর উক্ত সোনার ফসলের বদৌলতে আমাদের দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বাংলাদেশের আর্থ সামাজিক বাস্তবতায় যে বিষয়টি বিশেষ ভাবে আলোচিত তা হলো আমাদের দেশ শুধুমাত্র কৃষিতে অগ্রগামী বা কৃষি প্রধান তা নয় এই বাংলাদেশের কৃষির পাশাপাশি শিল্প উৎপাদনেও অনেক অনেক দুর এগিয়ে। আমাদের দেশের কৃষি এবং শিল্প রপ্তানীর মাধ্যমে প্রতিবছর আন্তর্জাতিক বাজার হতে দেশ শত শত কোটি টাকার বৈদেশিক মুদ্রা উপার্জন করে থাকে আর উপার্জিত অর্থ জাতীয় অর্থনীতিতে তথা বৈদেশিক মুদ্রা হিসেবে কাঙ্খিত ভূমিকা পালন করে চলেছে। আর তাই স্পষ্ট ভাবেই বলা চলে বাংলাদেশ শুধুমাত্র কৃষি নির্ভর দেশ ও বটে। বহিঃবিশ্বে বাংলাদেশ এতো দিনে কেবলমাত্র কৃষি প্রধান দেশ হিসেবে বিবেচিত বা পরিচিত থাকলেও বর্তমান সময় গুলোতে আমাদের দেশ শিল্প প্রধান এবং শিল্প উৎপাদনকারী দেশ হিসেবে পরিচিতি পাচ্ছে যতই দিন যাচ্ছে ততোই আমাদের দেশ শিল্প উৎপাদনে এবং উৎপাদিত শিল্প সামগ্রী বিশ্ব বাজারে বিক্রির মাধ্যমে ব্যাপক ভাবে পরিচিতি পাচ্ছে। আমাদের দেশের শিল্প উৎপাদন এবং বিশ্ব ব্যবস্থায় উৎপাদিত শিল্পের ব্যবহার পরবর্তি বৈদেশিক মুদ্রা উপার্জন দেশকে বিশেষ ভাবে সম্মান আর মর্যাদার ঘরে নিচ্ছে এগিয়ে চলেছে শিল্প, এগিয়ে চলেছে দেশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com