সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও ৩৪ জনের ইসরায়েলে লাউড স্পিকারে আজান দেওয়ার ওপর নিষেধাজ্ঞা মেয়ের শ্বশুর মাসাদকে উপদেষ্টা বানালেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন মাসাদ হান্টার দুটি ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন ছেলেকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা করলেন বাইডেন আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশের স্বাদ দিলো বাঘিনীরা আবারও তীরে এসে তরী ডোবালো রংপুর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা দিলো বিসিবি আবারও ব্যাটিং ব্যর্থতায় ডুবলো টাইগাররা যারা মিথ্যা মামলা দিচ্ছেন, তাদেরও আইনের আওতায় আনবো: স্বরাষ্ট্র উপদেষ্টা সিন্ডিকেটের কবলে পোলট্রি মুরগির বাচ্চা

বান্দরবানে গোলাগুলিতে এক সেনাসদস্য ও ৩ সন্ত্রাসী নিহত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২

এফএনএস: বান্দরবানের রুমা উপজেলায় সেনাবাহিনীর একটি টহল দলকে লক্ষ্য করে গুলি চালিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা। এতে এক সেনাসদস্য ও তিন সন্ত্রাসী নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর এক সেনাসদস্য। গতকাল বৃহস্পতিবার সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। সেনা সূত্রে জানা গেছে, গত বুধবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে রুমা উপজেলার বথিপাড়া এলাকায় সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য জনসংহতি সমিতির (জেএসএস) সদস্যদের সঙ্গে বান্দরবানের রুমা জোনের একটি সেনা টহল দলের গোলাগুলির ঘটনা ঘটে। নিহত সেনাসদস্যের নাম হাবিবুর রহমান। নিহত এ সিনিয়র ওয়ারেন্ট অফিসার ওই টহল দলের কমান্ডার ছিলেন। বান্দরবান সেনা রিজিয়ন সূত্রে জানা যায়, গত বুধবার দিবাগত রাতে বান্দরবান রিজিয়নের অন্তর্গত রুমা জোনে নিয়োজিত ২৮তম বাংলাদেশ ইনফেন্ট্রি রেজিমেন্টের সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমানের নেতৃত্বে একটি টহল দল বথিপাড়া এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমানের মাথায় ও অপর সেনাসদস্য ফিরোজের পায়ে গুলিবিদ্ধ হয়। এ সময় সেনাসদস্যদের পাল্টা গুলিতে তিন জেএসএস সদস্য নিহত হন। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই সেনা কর্মকর্তা হাবিবুর রহমান মারা যান। আহত অপর সেনাসদস্য ফিরোজকে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের একটি সাব-মিশিনগান, ২৭৫ রাউন্ড তাজা গুলি, ৩টি ম্যাগাজিন, ৩টি গাদা বন্দুক, ৫ রাউন্ড গাদা বন্দুকের গুলি, ৫টি মোবাইল ফোন, নগদ ৫২ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়। এ বিষয়ে রুমা থানার ওসি আবুল কাশেম জানিয়েছেন, নেটওয়ার্ক সমস্যার কারণে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। তবে গোলাগুলিতে একজন সেনাসদস্য ও তিনজন সন্ত্রাসী নিহত হওয়ার খবর শুনেছি। এদিকে গোলাগুলির ঘটনার পর থেকে ওই এলাকায় সেনা টহল দল ব্যাপক তল­াশি জারি রেখেছে এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com