স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচন কমিশনারকে গালিগালাজ হুমকি অগঠনতান্ত্রিক সিদ্ধান্ত স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে রুখে দাড়ানো এবং গঠনতন্ত্র রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১২টায় জেলা আইনজীবী সমিতির সামনে আইনজীবী সমিতির ব্যানারে মানববন্ধন সিনিয়র আইনজীবী এড. আজহারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বারের সাবেক সভাপতি এড. এম শাহ আলম, সাবেক সাধারন সম্পাদক এড. তোজাম্মেল হোসেন তোজাম, এড. ফাহিমুল হক কিসলু, বীর মুক্তিযোদ্ধা এড. মোস্তফা নুরুল আলম, এড. কামরুজ্জামান ভুট্ট, এড. সাইদুজ্জামান জিকো, এড. আরিফুল ইসলাম আলো। বক্তারা বলেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি বর্তমান গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন কমিশনার পরিচালনা করছেন। বারে কোন কমিটি নেই। আমরা আইনের প্রতিশ্রদ্ধাশীল, বারের গঠনতন্ত্র অনুযায়ী ২৪ ফেব্র“য়ারী নির্বাচন অনুষ্ঠিত হবে। বক্তারা আরো বলেন, এখন থেকে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি বার পরিচালনা করবেন। বারের গঠনতন্ত্র রক্ষায় আইনজীবীরা ঐক্যবদ্ধ। কাউকে হুমকি ধামকি দিয়ে লাভ হবে না যথা সময়ে বারের নির্বাচন অনুষ্ঠিত হবে। আইনজীবীরা বারের গঠনতন্ত্র রক্ষার্থে প্রয়োজন হলে স্বেচ্ছায় কারাবরন করতে প্রস্তুত। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী এড.আমজাদ হোসেন, এড. আজিবর হোসেন, এড. তপন কুমার দাস, এড. আব্দুস সামাদ (৪), এড. রফিকুল ইসলাম রফিক, এড. আমিনুর রহমান চঞ্চল সহ অন্যান্য আইনজীবী বৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন এড. সাহেদুজ্জামান সাহেদ।