ভুরুলিয়া প্রতিনিধি \ ১নং ভূরুলিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বার্ষিক বাজেট সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একেএম জাফরুল আলম বাবু চেয়ারম্যান ১নং ভূরুলিয়া ইউনিয়ন পরিষদ। প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন যেদিন থেকে ভুরুলিয়া ইউনিয়নের জনগণ আমাকে তাদের খেদমত এর দায়িত্ব দিয়েছে সেদিন থেকে আমি প্রতিজ্ঞাবদ্ধ ইউনিয়নের সার্বিক উন্নয়ন করার জন্য। দীর্ঘদিনের অবহেলিত ইউনিয়ন কে শ্যামনগর উপজেলার মডেল ইউনিয়নের রূপান্তর করার জন্য আমি সর্বক্ষণ সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে কাজ করতে চাই। এ সময় ওয়ার্ডবাসীর পক্ষ থেকে বর্ষার মৌসুমে জলাবদ্ধতা রাস্তাঘাট সংস্কার আরও বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজের বিষয়ে চেয়ারম্যানের কাছে দাবি তুলে ধরেন এবং চেয়ারম্যান পর্যায়ক্রমে সকল দাবি বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মুহাম্মদ আনছার আলী চেয়ারম্যান আনছার আলী হাসপাতাল, খানপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএম আবুল হোসেন সচিব ১নং ভূরুলিয়া ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোবেদা মোস্তফা সংরক্ষিত মহিলা মেম্বার ৭,৮,৯ নং ওয়ার্ড। বিশেষ অতিথি মোঃ শুকুর আলী ৭নং ওয়ার্ড মেম্বার। এছাড়াও আরও উপস্থিত ছিলেন অত্র ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ।