স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা পিএন মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৭০ সালের এস.এস.সি ব্যাচের স্কুল জীবনের সাথী বাল্যবন্ধুদের আকষ্মিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে শহরের রসুলপুরে বন্ধনের সাথী আমেরিকা প্রবাসী মো. মনজুর এলাহীর বাসভবনে মিলন মেলায় ১৬ জন বন্ধু অংশ গ্রহণ করেন। আগত বন্ধুদের আলাপচারিতা এবং স্কুল জীবনের আলোচনায় সেই স্মৃতির মোহে হারিয়ে যান বাল্যজীবনে। এসময় আবেগে আপ্লুত হয়ে পড়েন সকলে। এসময় বাল্যবন্ধুরা সবাই ভুলে যান কে এমপি, কে শ্রমিক আর কে ছোট- বড়। সবাই বাল্যকালের বন্ধু। বাল্যবন্ধুদের মিলন মেলায় উপস্থিত ছিলেন সাতক্ষীরার গণমানুষের প্রিয় নেতা বারবার নির্বাচিত সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক রবি, সাতক্ষীরা বিটিসিএল’র সাবেক উপ-সহকারি প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, বিশিষ্ট ব্যবসায়ী নুর হোসেন, সাবেক ব্যাংকার কাজী আব্দুল মহিদ, সাবেক জেলা ক্রীড়া অফিসার বীর মুক্তিযোদ্ধা জিলুর রহমান, জেলা ও দায়রা জজ আদালতের সাবেক এও মো. ওয়াছেক আলী, বন্ধনের সাথী আমেরিকা প্রবাসী মো. মনজুর এলাহী, সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার সম্পাদক ওয়ারেশ খান চৌধুরী ও সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সাবেক সচিব মো. মতলুবার রহমানসহ সাতক্ষীরা পিএন মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৭০ সালের এস.এস.সি ব্যাচের স্কুল জীবনের বন্ধনের সাথী বাল্যবন্ধুরা উপস্থিত ছিলেন। দীর্ঘ আলাপচারিতার পরে মধ্যহ্নভোজে মিলিত হয় বন্ধুরা।