শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৫:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাকিস্তানে এবার সাইবার হামলার তৎপরতা, প্রথম পদক্ষেপে ব্যর্থ ভারতীয় হ্যাকাররা ভারত-পাকিস্তানকে সংযমী হওয়ার আহŸান চীনের গাজার বাসিন্দাদের কাছে অবিলম্বে মানবিক সহায়তা পৌঁছাতে হবে : রেড ক্রস ২০২৭ সালের মধ্যে রুশ গ্যাস আমদানি বন্ধের প্রস্তাব ইইউ’র আজ মস্কোতে পুতিন-শি বৈঠক, আলোচনা হবে ইউক্রেন যুদ্ধ ও যুক্তরাষ্ট্র নিয়ে রাশিয়ার ঐতিহাসিক বিজয় দিবস প্যারেডে থাকবেন শি ও লুলাসহ ২৯ বিদেশি নেতা গাজায় ইসরাইলের অভিযানের বিরোধিতা চীনের রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে ফাইনালে ইন্টার যুদ্ধের প্রভাবে অনিশ্চিত বাংলাদেশের দুই গুরুত্বপূর্ণ সিরিজ পাকিস্তানে নিরাপদেই আছেন নাহিদ-রিশাদ

বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) এর বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন বুধবার সকালে খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, খেলাধুলা মানুষের জীবনকে পরিবর্তন করে। শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার প্রয়োজন রয়েছে। আমাদের সংস্কৃতির একটি জনপ্রিয় খেলা হলো ফুটবল। কিন্তু কালের পরিক্রমায় এই খেলাটি হারাতে বসেছিলো। বর্তমান সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পর এই খেলার প্রতি নজর দেন এবং বর্তমানে ফুটবল খেলার জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা আগামী প্রজন্মকে সঠিকপথের সন্ধান দিতে পারবে। ক্রীড়া ছেলেমেয়েদের প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টিতে সাহায্য করে। এই আয়োজনের মাধ্যমে তৃণমূল পর্যায়ের ভালো খেলোয়াড় তৈরির পাশাপাশি ক্ষুদে শিক্ষার্থীদের খেলার প্রতি উৎসাহ বৃদ্ধি করবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, অতিরিক্ত ডিআইজি জয়দেব চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এসএম মোর্তজা রশিদী দারা এবং খুলনা ও বরিশাল বিভাগের জাতীয় ক্রীড়া পরিষদের উপপরিচালক মোঃ আবুল হোসেন হাওলাদার। অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ তবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার মোঃ বকতিয়ার রহমান গাজী। ক্রীড়া পরিদপ্তরের সহযোগিতায় খুলনা বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। উল্লেখ্য, ছয় দিনব্যাপী এই টুর্নামেন্টে খুলনা সিটি কর্পোরেশনসহ বিভাগের ১০ জেলার বালক ১১টি এবং বালিকা ১১টি দল এই খেলায় অংশগ্রহণ করবে। -তথ্য বিবরণী

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com