বিষ্ণুপুর (কালিগজ্ঞ) প্রতিনিধি \ কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ানের রসেল সৃতি সংঘের আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জারি গান অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠ চত্বরে জাকজমক পূর্ণ জারিগান অনুষ্ঠিত হয়। জারি পরিবেশন করেন শ্যামনগর উপজেলার তেঘরিয়া গ্রামের ফারুক হোসেন বয়াতি তার প্রতিদ্বন্দ্বি বয়াতি খুলনার জারি শিল্পী কেয়া পারভীন, জারি উপস্থাপন করেন। এদিকে জারি গানের রীতি অনুযায়ী পালায় অংশ নেওয়া দুই শিল্পী একে অন্যকে ছন্দে ছন্দে প্রশ্ন এবং প্রশ্ন খণ্ডনের ৪ পর্বে সাজানো এই মনমুগ্ধকর পরিবেশনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য জাহিদুল আলম, ইউপি সদস্য আফসার উদ্দিন, ইউনিয়ান আওয়ামী যুবলীগের সভাপতি শাহ আলম ঢালী, মৃনাল কুমার মন্ডল, আশেক ইকবাল পাপ্পী, ইউপি সদস্যা লাইলী পারভীন, জারি গান পরিচালক শাকের আলী, সাংবাদিক শিমুল হোসেন, হাসেম আলী, তাপস ঘোষ, প্রমুখ। এছাড়া এলাকার বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ নারী-পুরুষ নির্বিশেষে ব্যাপক দর্শক সমাগম ঘটে এবং মাঝরাত পর্যন্ত দর্শক-শ্রোতারা জারি গান উপভোগ করেন।