বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধি ॥ কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের বেজুয়া ফরিদপুর একতা যুব সংঘের আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) বেজুয়া ফরিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে যুব সংঘ চত্ত্বরে দোয়া মাহফিলে প্রধান আলোচক হিসেবে কুরআন ও হাদীসের আলোকে বক্তব্য রাখেন বিশিষ্ট ওয়াজিয়ান হযরত মাওলানা আবুল হায়াত। পাঁচ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও অত্র ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদ আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌমুহনী হাইস্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আহছানউল্লা তরফদার, বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির আহবায়ক জিএম রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক এম হাফিজুর রহমান শিমুল, সদস্য সচিব আজিজুর রহমান, ইউনিয়ন যুবদলের আহবায়ক শেখ আব্দুল করিম, উপজেলা তরুনদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন, সাংবাদিক আলমগীর হোসেন প্রমুখ।