মীর আবুবকর \ সাতক্ষীরায় জাতীয় বীমা দিবস ২০২২ অনুষ্ঠিত হয়েছে। বীমায় সুরক্ষিত থাকলে এগিয়ে যাব সবাই মিলে এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় গতকাল বেলা ১১টায় জেলা প্রশাসন ও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ যৌথ আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অতিঃ জেলা প্রশাসক সার্বিক কাজী আরিফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির তিনি বলেন, বীমা একটি সহায়ক শক্তি হিসেবে ভূমিকা পালন করে। আর্থিক ক্ষতিপূরণের সহায়ক শক্তি পালন করেন। পলিসি শুরু থেকে যদি কোনো গ্রাহক কোন ক্ষতির সম্মুখীন হন এমনকি মৃত্যু হয় তবে তার আর্থিক সুবিধা পেয়ে থাকেন। বীমা মানুষের দুঃসময়ের আপন সঙ্গী হিসেবে কাজ করে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স ম্যানেজার আব্দুল মান্নান, ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের এমডি হযরত আলী, এড. মিজানুর রহমান, ইসলামিক কোম্পানি লিমিটেড সাইফুল ইসলাম, এ সময় জেলার বিভিন্ন ইন্সুরেন্স ও কোম্পানির কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। পূর্বে শহরের খুলনা রোড থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ম্যানেজার এস নুরুল ইসলাম।