বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ০২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

বীর মুক্তিযোদ্ধা সম আলাউদ্দীনের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৯ জুন, ২০২২

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধা সম আলাউদ্দীন মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে এলজিইডি মিলনায়তনে সাংবাদিক ঐক্যের আয়োজনে সাংবাদিক ঐক্যের আহবায়ক প্রবীন সাংবাদিক সুভাষ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মো: নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মশু, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, কালের চিত্রের সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম, দক্ষিনের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেকইলাহী, প্রেসক্লাব সাধারন সম্পাদক মোহাম্মদ আলী সুজন, জেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক আহম তারেকউদ্দীন। বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা সম আলাউদ্দীন ছিলেন সুন্দর সাতক্ষীরা গড়ার অন্যতম একজন। তিনি স্বাধীনতা যুদ্ধে সক্রিয় ভাবে দেশের জন্য যুদ্ধ করেছিলেন। তার মাধ্যমে সাতক্ষীরায় বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড বাস্তবায়িত হয়েছে। তার প্রতিষ্ঠিত পত্রিকা দৈনিক পত্রদূত সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করছে। পত্রিকাটি স্বাধীনতা স্বপক্ষের সংবাদ প্রকাশ করছে। বক্তারা আরও বলেন তিনি তৎকালীন সময়ে জেলা আ’লীগকে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করে রেখেছিলেন। এই ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। দীর্ঘ দিন অতিবাহিত হলেও সুষ্ঠু বিচার সম্ভব হয়নি। দ্রুত প্রকৃত দোষীদের আইনের মাধ্যমে শাস্তির জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পত্রদূতের সম্পাদক মন্ডলীর সভাপতি অধ্যক্ষ আনিছুর রহিম, প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদ, পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক লাইলা পারভীন সেজুতি, আরটিভির জেলা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী, ইন্ডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি আবুল কাশেম, প্রেসক্লাব সাবেক সাধারন সম্পাদক আব্দুল বারী, কাজী শওকাত হোসেন ময়না, আব্দুল ওয়াজেদ কচি, এ্যাড. খায়রুল বদিউজ্জামান, রবিউল ইসলাম, আমিনা বিলকিস ময়না, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব দত্ত, এড. বিলাল হোসেন আজাদ প্রমুখ। এছাড়া সাংবাদিক ঐক্যের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দেশ টিভির জেলা প্রতিনিধি শরীফুল­াহ কায়সার সুমন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com