এম এম নুর আলম/ ইয়াছিন আরাফাত \ আশাশুনি উপজেলার বুধহাটায় ইউনিয়ন যুবলীগের আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় বুধহাটা বাজার আওয়ামীলীগ অফিস চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধহাটা কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মোঃ দাউদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম। যুবলীগ নেতা রুবেল হোসেন ও তাঁতীলীগ সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সাবেক ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, আব্দুল গফ্ফার, আশাশুনি প্রেসক্লাব সাধারণ সম্পাদক এসকে হাসান, আওয়ামীলীগ নেতা শাহিনুর রহমান, ইউনিয়ন যুবলীগ সভাপতি এজদান আলী, বাজার বণিক সমিতির সভাপতি মঞ্জুরুল ইসলাম মহিদ, সাধারণ সম্পাদক ফারুক ঢালী, ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি হাতেম আলী, যুবলীগ নেতা সাদ্দাম হোসেন, সাবেক ইউপি সদস্য রেজওয়ান আলী, শ্রমিকলীগ সম্পাদক আব্দুস সামাদ প্রমুখ উপিস্থত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আলহাজ্ব শেখ আছাফুর রহমান। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বুধহাটা বাজার জামে মসজিদেও পেশ ইমাম মাওঃ জাহিদুল ইসলাম।