বুধহাটা (আশাশুনি) প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বুধহাটায় বিট পুলিশিং ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৫টায় বুধহাটা খেয়াঘাট চত্বরে আশাশুনি থানা পুলিশের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আশাশুনি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোমিনুল ইসলাম (পিপিএম) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আতিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর সরদার, বুধহাটা বাজার ব্যবস্থাপনা কমিটি সাধারণ সম্পাদক নুরুজ্জামান জুলু, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রমজান আলী প্রমুখ। এসময় প্রধান অতিথি বলেন, বুধহাটা ইউনিয়ন তথা থানা এলাকা থেকে যেভাবেই হোক মাদক নির্মূল করতে হবে। মাদক ব্যবসায়ী দেশের শত্রæ, জাতির শত্রæ তথা আপনার আমার শত্রæ। সকলকে নিজের পরিবারের দিকে খেয়াল রাখতে হবে। আমাদের সন্তানদের দিকে লক্ষ্য রাখতে হবে। তারা যেন মাদকের দিকে ঝুকে না পড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়া বাল্য বিবাহ, ইভটিজিং, সন্ত্রান, চোরা চালান বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করেন প্রধান অতিথি। বিশেষ অতিথির বক্তব্যে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোমিনুল ইসলাম (পিপিএম) বলেন, দেশ উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে চলেছে। এক শ্রেণির মানুষ সরকারের উন্নয়নকে বাধা গ্রস্থ করতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে যাচ্ছে। প্রমান ছাড়া কোন কথা বিশ্বাস করা উচিৎ নয় বলে জানান তিনি। তিনি আরও বলেন, আশাশুনি থানা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত। কোন সমস্যায় পড়লে কোন দালাল ছাড়াই সরাসরি থানা পুলিশের সহযোগীতার জন্য থানা যাওয়ার অনুরোধ করেন তিনি। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আশাশুনি থানার এস আই মিঠুন।