বিশেষ প্রতিনিধি/বুধহাটা প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বুধহাটায় বিনামুল্যে কৃষি প্রণোদনার সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বুধহাটা বাজারে ফারুক মার্কেটে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এমপি আ ফ ম রুহুল হকের নির্দেশনা ও বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু পরামর্শ মোতাবেক বিতরণ কার্যক্রম পরিচালনা করেন, বুধহাটা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আজাহারুল ইসলাম। ৭৫ জন কৃষককে ১০ কেজি করে ডিওপি, ১০ কেজি করে এমওপি ও ১ কেজি করে সরিষা বীজ বিনামুল্যে বিতরন করা হয়। এসময় ইউপি সদস্য ফিরোজ হোসেন, ব্যবসায়ী ফারুক হোসেন, ইদ্রিস আলী, ইউনিয়ন কৃষকলীগের সহ-সভাপতি শাহিন হোসেন, দপ্তর সম্পাদক বাবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।