বুধহাটা প্রতিনিধ ॥ আশাশুনি উপজেলার প্রাণকেন্দ্র বুধহাটা বাজার দীর্ঘদিন ধরে বাজারে অভ্যন্তরীণ সড়কগুলো বেহাল দশা পরিণত হয়েছে। বাজারের অভ্যন্তরীণ বেহাল দশা সড়ক গুলোর উন্নয়নের লক্ষ্যে মাফ জরিপ করা হয়েছে। বুধহাটা ইউপি চেয়ারম্যান ও বাজার বণিক সমিতির সভাপতি সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান জুলুর প্রচেষ্টায় বৃহস্পতিবার ও শুক্রবার বাজার সড়কের মাপ জরিপ করেন সাবঃ ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম ও জুলফিকার আলী। এসময় বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা দ্রুত সময়ে বাজারে বেহাল দশা সড়কগুলো সংস্কারের দাবি জানান।