মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

বুধহাটা বাজার সড়কের বেহাল দশা সংস্কারের দাবী এলাকাবাসীর

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৯ মে, ২০২৩

বুধহাটা (আশাশুনি) প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বুধহাটা বাজার সড়কগুলো বেহাল দশায় পরিনত হয়েছে। সড়কের পাশে পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থা অচল হয়ে পড়েছে । ইটের কার্পেটিং সড়ক নিচু হওয়ায় সড়ক গুলো ময়লা ও কাদামাটিতে একাকার হয়ে গেছে। যার ফলে সড়কে চলাচলে জনসাধারণের ব্যাপক ভোগান্তির শিকার হতে হচ্ছে। সরেজমিনে ও স্থানীয়রা জানায়, বুধহাটা বাজারের চাউল চান্নি সড়ক, কাচাবাজারের মসল­া চান্নি সড়ক, পানপট্টি সড়ক ,সুমঙ্গলের মিলল সড়কসহ বাজারের অভ্যন্তরীণ সকল রাস্তা গুলো নিচু হওয়ায় বৃষ্টির পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য বাজারের ড্রেনেজ ব্যবস্থা অচল হয়ে যাওয়ায় একটু বৃষ্টি হলে বাজারের মধ্যে হাটু পানি হয়ে যায়। যার ফলে ব্যবসায়ী ও ক্রেতা সাধারণের ভোগান্তির অন্ত থাকে না। স্থানীয় গ্রাম ডাক্তার রেজাউল­াহ জানান, খলিল এর মুদি দোকান থেকে সুমঙ্গল দেবনাথের রাইস মিল গামী সড়কটি বর্তমানে চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। এই সড়কে পাশ্ববর্তী লোকালয় থেকে বাসাবাড়ির ব্যবহৃত দূর্গন্ধযুক্ত নোংড়া পানি সড়কের পাশে জমে পরিবেশের মারাত্বক ক্ষতির মুখে পড়েছে। সড়কে দূর্গন্ধযুক্ত নোংড়া পানির এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে। শিশুদের মঝে ডায়রিয়া সহ নানান রোগ দেখা দিচ্ছে। দ্রুত সড়কটির সংস্কারের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবী জানিয়েছেন তিনি। ব্যবসায়ী রিপন হোসেন বলেন আশাশুনি উপজেলা বৃহৎ ও বাণিজ্যিক কেন্দ্র বুধহাটা বাজার। অত্র এলাকার বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা পাইকারী মালামাল ক্রয়-বিক্রয়ের জন্য বুধহাটা বাজারে গমন করে থাকেন। বৃষ্টির সময় বাজারের সড়কে হাটু পানি জমে। যার ফলে ব্যবসায়ীদের চরম ভোগান্তি পোহাতে হয়। এবিষয়ে জানতে চাইলে বুধহাটা হাট বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক নুরুজ্জামান জুলু বলেন, বুধহাটা বাজার থেকে সরকার প্রতি বছর বুধহাটা বাজার থেকে ২০লাখ টাকা রাজস্ব আদায় করে থাকেন। কিন্তু আদায়কৃত অর্থের একাংশও এ বাজারের উন্নয়ন কাজে ব্যয় হয় না। যে কারণে বাজারটি এখনও অবহেলিত হয়ে রয়েছে। হাট বাজার কমিটির পক্ষ থেকে স্থানীয় চেয়ারম্যানের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন, বর্ষার আগেই বাজারের সব ড্রেনেজ গুলো পরিষ্কার করা হবে এবং যে সকল স্থানে ড্রেনেজ ব্যবস্থা নাই, সে সকল স্থানে ড্রেনজে ব্যবস্থা করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com