শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে হাসিনার স্বৈরতন্ত্র: কূটনীতিকদের ইউনূস ভারতে নারী চিকিৎসককে ধর্ষণ-হত্যার প্রতিবাদে শাটডাউন কর্মসূচির ঘোষণা চিকিৎসকদের নলতা আহসানিয়া মিশন রেসিডেনসিয়াল কলেজের অধ্যক্ষের দুর্নীতি ॥ উত্তাল নলতা ॥ শিক্ষক কর্মচারীরা মতবিনিময় করলেন ডাঃ শহিদুল আলম ও চেয়ারম্যান আজিজুর রহমানের সাথে মহামারীর দ্বারপ্রান্তে গাজা আলোচনায় থাইল্যান্ড ॥ বন্দী থাকসিন মুক্ত হরিনগর বাজারে ক্ষতিগ্রস্ত দোকানদের মাঝে নগদ অর্থ প্রদান পাইকগাছায় একটি বাঁশের সাঁকো পারাপারে এলাকাবাসীর চরম ভোগান্তি মাথাভারি হচ্ছে প্রশাসনের ॥ বাড়ছে সরকারের দু:চিন্তা ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ এর পদত্যাগ দাবীতে-মানববন্ধন চাম্পাফুল ইউনিয়ন বিএনপির আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

বৃষ্টি কম হওয়া ও দ্রব্যমূল্যের উর্দ্ধগতির কারণে \ গ্রামাঞ্চলের ছাতার কারিগররা বর্তমানে ভাল নেই

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

এম এম নুর আলম \ পঞ্জিকার মত অনুযায়ী এখন বর্ষাকাল শেষ হয়ে গেলেও এবছর প্রচন্ড ভাবে বর্ষার দেখা মেলেনি। তবে মাঝে মাঝে চলেছে রোদ আর বৃষ্টির লুকোচুরি। আর এ সময় দরকার হয় ছাতা ঠিক করা মিস্ত্রীদের। এ সমস্ত মিস্ত্রীরা বছরের সাত আট মাস অলস সময় কাটালেও বর্ষাকালে কিছুটা তাদের ব্যস্ততা বেড়ে যায়। আর বর্ষা মৌসুম এলে ঘরে থাকা ছিড়া ফাঁটা ছাতার সংস্কারের প্রয়োজন পড়ে বিধায় কে কার ছাতা আগে ঠিক করবে এমনও প্রতিযোগিতা বেড়ে যায়। বর্ষাকালে সবচেয়ে প্রয়োজীয় বস্তুটির নাম ছাতা। মুশুল ধারে কিংবা রিমঝিমিয়ে বৃষ্টি আরম্ভ হলে গন্তব্য স্থলের কোথাও আটকা পড়লে ছাতাওয়ালাকে চাচা বা ভাই সম্ভোধন করে একটু নিরাপদ স্থানে যেতে হয়। তবে এবছর প্রকৃতির নিয়মে তেমন বৃষ্টি না হওয়ায় বৃষ্টি থেকে রেহাই পেতে বা ঘরের বাইরে চলাচল করার জন্য ছাতার তেমন প্রয়োজন হয়নি। ফলে বর্তমানে গ্রামগঞ্জের ছাতা সেলাই করা বা মেরামত করা কারিগরদের দিন ভালো যাচ্ছে না। অন্যান্য বছর যে কয়জন আছে এ সময়টায় তাদের কাজের চাপ একটু বেশী থাকে। ছাতার মালিকদের প্রতিযোগিতা শুরু হয় কে আগে ছাতা সেলাই কিংবা যন্ত্রাংশের মেরামত করে নেবে। আশাশুনি উপজেলার ছোট বড় হাট বাজারে ছাতা মেরামতের কারিগরের দেখা মেলে। এ সমস্ত কারিগররা স্থায়ী দোকানদারদের সামনে বসে কাজ করেন এবং কাজ শেষ করে ঘরে ফিরেন। এ ছাড়া ভ্রাম্যমাণ ছাতার কারিগর হিসাবে ও গ্রামের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে ছাতা মেরামত করেন কেউ কেউ। ছাতা বৃষ্টিতে যেমন মানুষ ব্যবহার করেন, তেমনি গ্রীষ্মের প্রখর রোদেও অনেকে ব্যবহার করেন। প্রখর রোদে ও বৃষ্টির ধারা থেকে মুক্তির এ ছোট প্রিয় বস্তুর প্রয়োজন কত তা মৌসুমেই বলে দেয়। আগে কাঠের হাতলের ছাতা থাকলেও বর্তমানে ছাতার হাতলও কাপড়ে এসেছে বৈচিত্র। ছোট সাইজের ছাতা স্কুল ব্যাগ, ভ্যানেটি ব্যাগ কিংবা প্যান্টের পকেটে রাখা যায়। যত বৈচিত্রময় ছাতা হউক ছাতা উল্টে গেলে, কাপড় ছিড়লে বা সেলাই খুললে ছাতার কারিগর ছাড়া উপায় নেই। বর্ষাকালে ছাতার ব্যবহার বাড়ে তেমনি কারিগরদের কাজের রেট ও বাড়ে। আশাশুনির বিভিন্ন বাজারের ছাতার কারিগরদের সাথে কথা বলে জানাগেছে, প্রতিটি জিনিসপত্রের দাম বেড়েছে। ছাতার কাপড়, ছাতার স্প্রিংসহ প্রভৃতি কিনতে হচ্ছে চড়াদামে। সারা বছর বসে থাকতে হয়। এ সময়টা কিছুটা কাজ হলেও সংসার চালানো কঠিন হয়ে পড়ছে। আর এ বছর তো বৃষ্টি কম হওয়ায় সময় আরও খারাপ গেছে। গড়ে প্রতিদিন ৩০০/৪০০ টাকা রোজগার হলেও খরচ খরচা বাদে সংসার চালানো বড়ই কঠিন। তাছাড়া মানুষ এখন পুরনো ছাতা ঠিক না করে বাজারে ছাতার দাম চড়া হলেও বৃষ্টি কিংবা রোদে রক্ষা পেতে ছাতা কিনতে কার্পণ্য করছেন না। ফলে আমাদের কাজও এখন অনেক কমে গেছে। সে কারণে আমাদের এ পেশা ধরে রাখা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com