বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৪:৫১ অপরাহ্ন

বেনাপোলে বাস থেকে ১০ স্বর্ণের বার উদ্ধার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৪ জুন, ২০২২

এফএনএস: যশোরের বেনাপোলে বাস থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার সকালে বেনাপোল আইসিপি টার্মিনালে চট্টগ্রাম থেকে আসা গ্রিন লাইন পরিবহনের একটি বাস থেকে স্বর্ণের এ বারগুলো উদ্ধার করা হয়। যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় বেনাপোলগামী গ্রিন লাইন পরিবহনের একটি বাস তল­াশি চালিয়ে বাসের সিটের নিচে লাল কাপড়ে মোড়ানো ৭৬৬ গ্রাম ওজনের ১০টি স্বর্ণেরবার উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। উদ্ধার হওয়া স্বর্ণের মূল্য ৬৫ লাখ ৮৭ হাজার ৬০০ টাকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com