দক্ষিণ শ্রীপুর কালিগঞ্জ প্রতিনিধিঃ বিশ্ব শান্তি ও সর্বজীবনের মঙ্গল কামনায় কালিগঞ্জ উপজেলার বেড়াখালী আঞ্চলিক যুব কমিটি ও গ্রামবাসীর আয়োজনে বেড়াখালী কালী মন্দির প্রাঙ্গনে ৩ দিন ১৬ প্রহর ব্যাপী সর্বজনীন মহানাম সংকীর্তন মঙ্গলবার রাতে মহোৎসবের মধ্যে দিয়ে শেষ হয়েছে। বিভিন্ন উপজেলা থেকে হিন্দুভক্ত বৃন্দরা এতে যোগ দেন। সংকীর্তন ও নব নারায়ন, কুঞ্জভক্ত নগর নাম কীর্তন পরিবেশন করে খুলনা, গোপালগঞ্জ, সাতক্ষীরা, কয়রা, খুলনা, কালিগঞ্জ সহ মোট দেশের খ্যাতনামা ৬টি কীর্তনীয়া দল অংশগ্রহণ করেন। মহানাম সংকীর্তন অনুষ্ঠানে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আ,লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল, ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সুমন, ইউপি সদস্য আহম্মাদ আলী শাহ, মহিলা ইউপি সদস্যা রোজিনা আক্তার, ওয়ার্ড আ,লীগের সভাপতি আছান আলী শাহ, সাধারণ সম্পাদক অশোক কুমার ঢালী,সহ নামকীর্তনে এসে শুভেচ্ছা বিনিময় করেন।