শ্যামনগর প্রতিনিধিঃ দক্ষিণ বড়কুপট সার্বজনীন শিব দূর্গা মিলন মন্দিরের ৪৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটির মেয়াদ উর্ত্তীর্ণ হওয়ায় বিগত কমিটির সম্পাদক বাবু দেবব্রত মন্ডল সাধারন সভার নোটিশ প্রদান করেন। উক্ত নোটিশ অনুযায়ী গ্রামের সদস্যবৃন্দ ইং গত ১৮ মার্চ তারিখ শুক্রবার সাধারন সভায় হাজির হয়। সভায় প্রটোকল অনুযায়ী সকলের সম্মতিতে সভাপতি নির্বাচন করে সভা পরিচালনা করা হয়। সভার সভাপতি বিগত কমিটির সম্পাদক বাবু দেবব্রত মন্ডল মহোদয়-কে কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কমিটি ভেঙে দেওয়ার অনুরোধ করেন উপস্থিত সকলে। সে অনুযায়ী বিগত কমিটির সম্পাদক সকলের উপস্থিতিতে বিগত কমিটি ভেঙে দেন। এসময় সকলের সিদ্ধান্ত ক্রমে বাবু মতি লাল মন্ডল, বাবু অজিত কুমার মন্ডল এবং বাবু নিরঞ্জন কুমার মন্ডল কে নিয়ে ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। গত ২৩ মার্চ তারিখে আহবায়ক কমিটির প্রধান বাবু মতি লাল মন্ডল সাধারণ সভার মাধ্যমে নতুন কমিটি গঠনের জন্য নোটিশ প্রদান করেন। নোটিশের প্রেক্ষিতে ২৫ মার্চ তারিখে নতুন কমিটি গঠন করার জন্য সাধারণ সভা বসে। সভায় আহবায়ক কমিটির প্রধান বাবু মতি লাল মন্ডল সভা পরিচালনা করার জন্য বাবু ক্ষিতীশ চন্দ্র মন্ডল কে সভা পরিচালনার দায়িত্ব প্রদান করেন। সভায় সকলে এক এক করে ৪৭ জনের নাম প্রস্তাব করেন এবং তাহা সর্বসম্মতিতে অনুমোদন করা হয়। উক্ত কমিটিতে সভাপতি হিসাবে বাবু দেবাশীষ কুমার মন্ডল (প্রভাষক), সম্পাদক বাবু দীপন কুমার মন্ডল (পেশকার), হিসাব রক্ষক বাবু পরিতোষ কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক বাবু উত্তম কুমার মন্ডল, সার্বিক পরিচালনায় বাবু আশুতোষ কুমার মন্ডল, সমন্বয়কারী বাবু ক্ষিতীশ চন্দ্র মন্ডল, সহ মোট ৪৭ জন নিয়ে নতুন কমিটি গঠন করা হয়।