বিশেষ প্রতিনিধি/বড়দল প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের নতুন বুড়িয়া চলন্তিকা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় ইউনিয়নের নতুন বুড়িয়ায় এ সাধারণ সভার আয়োজন করা হয়। উপজেলা ঋষি দলিত ফেডারেশনের সভাপতি পিউস হালদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বড়দল ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা। সিডিএ ধীমান রায়ের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বড়দল ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম মোল্যা, নব-নির্বাচিত মহিলা মেম্বর শ্রাবন্তী বৈরাগী, বড়দল মদন গোপাল আশ্রমের পুরোহিত নিরঞ্জন গোশ^ামী, সিডিএ তপন হালদার, উপজেলা ঋষি দলিত ফেডারেশনের সহ-সভাপতি লালন সরকার, সাধারণ সম্পাদক মাখন লাল সরকার, কোষাধ্যক্ষ অনিমেশ দাস।