স্টাফ রিপোর্টার ঃ ভারতীয় পন্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশের সময় ঘোজাডাঙ্গা বন্দরে চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি পালিত হয়েছে। সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরে গতকাল সকাল ১০টায় ভোমরা সিএন্ডএফ এসোসিয়েশনের আহবায়ক এজাজ আহমেদ স্বপনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিএন্ডএফের ব্যবসায়ী সদস্য রামকৃষ্ণ চক্রবর্তী, মিজানুর রহমান, দীপঙ্কর ঘোষ, শাহানুর ইসলাম শাহীন, রুখসানা পারভীন, ভোমরা স্থলবন্দরের কর্মচারী, সাধারন সম্পাদক নাজমুল আলম মিলন, লেবার সংগঠনের সভাপতি সামছুজ্জামান প্রমুখ। বক্তারা বলেন, ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরের বেসরকারি পার্কিং ইয়ার্ডে সিরিয়ালের নামে ২৫ থেকে ৩০ হাজার টাকা চাঁদা না দিলে গাড়ি প্রবেশ করতে দেওয়া হয় না। তাদের কে ৩০ থেকে ৪৫ দিন বসিয়ে রাখা হয়। চাঁদাবাজি ও সময় ক্ষেপনের কারনে চরম দুর্ভোগে পড়তে হয়। এতে ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির শিকার হচ্ছেন। আমদানিকারক ঘোজাডাঙ্গা বন্দর ত্যাগ করে ভারতের অন্য বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে। ফলে ভোমরা স্থল বন্দরে রাজস্ব আদায় কমেছে। এ সময় ব্যবসায়ী ও কর্মচারী উপস্থিত ছিলেন।