মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

ভারতের টানা নবম টেস্ট সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৬ জুলাই, ২০২৩

এফএনএস স্পোর্টস: প্রায় ২৪ বছরের খরা কাটিয়ে ২০০২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছিল সৌরভ গাঙ্গুলির ভারত। সেই যে শুরু হলো, আর থামাথামি নেই। খেলা ওয়েস্ট ইন্ডিজে হোক কিংবা ভারতে, আর কোনো সিরিজই জিততে পারেনি ক্যারিবিয়ানরা। জিততে পারেনি এমনকি একটি টেস্ট ম্যাচও। পারল না তারা এবারও। পোর্ট অব স্পেন টেস্টের শেষ দিনে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল ২৮৯ রান, ভারতের ৮ উইকেট। কিন্তু বৃষ্টিতে ভেসে গেল সব রোমাঞ্চ। সোমবার সকাল থেকে টানা বৃষ্টিতে দুই দল মাঠেই আসতে পারেনি লাঞ্চের আগে। পরে একটু ছুট দিলেও আবার নামে বৃষ্টি। দুপুর ২টা ৫০ মিনিটেই তাই সমাপ্তি টেনে দেওয়া হয় দিনের খেলার। মন্থর তিনটি দিনের পর চতুর্থ দিনে দুর্দান্ত বোলিং আর ঝড়ো ব্যাটিংয়ে ম্যাচে জয়-পরাজয়ের প্রেক্ষাপট তৈরি করেছিল ভারত। কিন্তু শেষ দিনে বিরূপ প্রকৃতির কারণে রোমাঞ্চ জমতেই পারল না। ভারতের সিরিজ জিততে তাতে সমস্যা হয়নি। আগের টেস্ট জিতে থাকায় দুই ম্যাচের সিরিজ ১-০তে জিতে নিল রোহিত শর্মার দল। এক সময়ের প্রবল পরাক্রমশালী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই নিয়ে টানা ৯টি সিরিজ জিতল ভারত। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজের মাঠেই জয় এলো টানা পঞ্চম সিরিজে। সিরিজ জয় তো বহুদূর, ভারতের বিপক্ষে দুই দশকের বেশি সময় ধরে কোনো টেস্ট ম্যাচই জিততে পারছে না ক্যারিবিয়ানরা। মুখোমুখি লড়াইয়ে অবিশ্বাস্যভাবে এই নিয়ে টানা ২৫ টেস্ট জয়বিহীন তারা! চতুর্থ দিনে আগুনে বোলিংয়ের জন্য ম্যান অব দা ম্যাচ মোহাম্মদ সিরাজ। দুই দল এখন লড়বে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। এর প্রথমটি বৃহস্পতিবার বারবাডোজে।

সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস: ৪৩৮
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২৫৫
ভারত ২য় ইনিংস: ২৪ ওভারে ১৮১/২ (ডি.)
ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংস: (লক্ষ্য ৩৬৫) ৩২ ওভারে ৭৬/২
ফল: ম্যাচ ড্র
সিরিজ: ২ ম্যাচের সিরিজে ভারত ১-০তে জয়ী
ম্যান অব দা ম্যাচ: মোহাম্মদ সিরাজ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com