বুধবার, ২৪ জুলাই ২০২৪, ০৬:২৯ পূর্বাহ্ন

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২০ জুন, ২০২২

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার দেবীপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন ও ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টায় উপজেলার দেবীপুর কমিউনিটি ক্লিনিকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান। এসময় তিনি ক্লিনিক পরিদর্শনকালে ক্লিনিকের সিএইচসিপি সম্পদ অনিরুদ্ধ তাকে ক্লিনিকের মুজিব কর্ণার, সবজি ও ফলজ বাগান, ঔষধি গাছের প্রদর্শনী প্লট, ছাদ বাগান, করোনা প্রতিরোধমুলক কার্যক্রম, রোগীদের পা চালিত হাত ধোয়ার ব্যবস্থা, পাখিদের অভয়আরণ্য, বাৎসরিক স্বাস্থ্যসেবার চিত্র, কিশোরীদের স্বাস্থ্যসেবা কর্ণার, ভিডিও চিত্রের মাধ্যমে স্বাস্থ্যশিক্ষার প্রদর্শন, ক্লিনিকের ভ্যান এ্যাম্বুলেন্স, রোগীদের জন্য পত্রিকা পড়ার ব্যবস্থা, বিভিন্ন অনুষ্ঠানের পেপার কাটিং সংরক্ষণ, টিকিউএম কার্যক্রম সহ বিভিন্ন ধরনের উদ্ভাবনীমুলক কার্যক্রম সম্পর্কে তাকে অবগত করেন। তিনি সকল কার্যক্রম দেখে খুশি হয়ে সকলকে প্রশংসিত করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এমটিইপিআই শেখ মেফতাউল হক, শীলতলা কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি ভোলানাথ মিস্ত্রী, এমএইচভি চিন্ময় কুমার মন্ডল, বিথীকা মৃধা সহ ক্লিনিকে আগত রোগীরা। উলে­খ্য দেবীপুর কমিউনিটি ক্লিনিকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের প্রথম দিনে ১০৪ জন শিশুকে লাল রঙের ও ১৪ জন শিশুকে নীল রঙের মোট ১১৮ জন (ছেলে ৫২ জন, মেয়ে ৫৬ জন) শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com