বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৮:০০ পূর্বাহ্ন

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিকদের অবহিতকরণ সভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

আগামী ১৫ মার্চ দেশব্যাপী ছয় থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। অনুষ্ঠেয় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে খুলনা জেলার সাংবাদিকদের অবহিতকরণ সভা বুধবার দুপুরে নগরীর শামসুর রহমান রোডস্থ স্কুল হেলথ ক্লিনিকের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মোছাঃ মাজফুজা খাতুন। সভায় খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, বাংলাদেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নিমূর্ল, অপুষ্টি জনিত শিশুমৃত্যু এবং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ১৫ মার্চ শনিবার দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ঐদিন খুলনা জেলার নয় উপজেলার দুই লাখ এক হাজার ৬০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা রয়েছে। উক্ত সময়ে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ঐদিন একই সাথে শিশুর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের বিকাশে সুষম খাবার ও পুষ্টি বিষয়ক তথ্য অভিভাবকদের কাছে তুলে ধরা হবে।—তথ্য বিবরণী

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com