ভ্রাম্যমান প্রতিনিধি \ ভুরুলিয়া ইউনিয়নে এক ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ভূরুলিয়া নাগবাটি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ভূরুলিয়া ইউনিয়ন নির্মাণ শ্রমিকদের মধ্যে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সর্বনাশা মাদকের বিষাক্ত ছোবল থেকে যুবদের দুরে রাখতে এ ফুটবল ম্যাচের আয়োজন করে ভুরুলিয়া ইউনিয়নের স্থানীয় যুবকরা। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু। মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন কারী স্থানীয় যুবকদের সাধুবাদ জানান প্রধান অতিথি। এ ধরনের প্রীতি ফুটবল ম্যাচ আরও বেশি আয়োজন করতে স্থানীয় যুবকদের উদ্বুদ্ধ করেন এবং নিজের অবস্থান থেকে যতটুকু সহযোগিতা করা দরকার তা তিনি করবেন বলে আশ্বাস দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য মাফু, আওয়ামী লীগ নেতা হারুন, মেছের, রবিউল, সিরাজুল, শাজাহান মিস্ত্রি সহ এলাকার ক্রিয়া প্রেমী দর্শকবৃন্দ। খেলাটি এক – এক গোলে ড্র হয়।