 
																
								
                                    
									
                                 
							
							 
                    কপিলমুনি প্রতিনিধি ॥ অবশেষে বহুদিন পর এমপি রশিদুজ্জামান ও পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান আনন্দ মোহন বিশ্বাসের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কপিলমুনি ধান্য চত্বর উন্মক্ত করা হয়েছে। আর এর মাধ্যমে এমপি ও উপজেলা চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়েছেন কপিলমুনি বাজারের সর্বস্তরের ব্যবসায়ী ও সুধীজনরা। বুধবার সকাল ১১ টায় পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এ্যক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফতেখারুল ইসলাম শামীম এর নেতৃত্বে কপিলমুনি ধান্য চত্বরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এসময় শহিদুল ইসলামসহ ৩ জন ফল ব্যবসায়ীকে ২ হাজার টাকা ও কাঁচামাল ব্যবসায়ী শুভ্রনাথকে ৫ শত টাকা জরিমানা করেন। পাশাপাশি কপিলমুনি ধান্যচত্বরের জায়গা উন্মক্ত করা হয়। অন্যদিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী বিক্রয়ের জন্য কপিলমুনি কাঁকড়া পট্রিতে অবস্থিত কপিলমুনি হোটেল, মামা ভাগ্নে হোটেল ও মুসলিম হোটেল মালিকদেরকে প্রাথমিক ভাবে সর্তক করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, কপিলমুনি পুলিশ ক্যাম্প ইনচার্জ (পুলিশ পরিদর্শক) সঞ্জয় কুন্ডুসহ সর্ঙ্গীয় ফোর্স, কপিলমুনি ভূমি অফিসের তহশীলদার কামাল হোসেন, ভ্রাম্যমাণ আদালতের পেসকার মোঃ জিয়াদুল্লা, পাইকগাছা উপজেলা সার্ভেয়ার কওছার আহমেদ, ভূমি অফিস সহকারী নাজমুল হোসেন লিথুসহ স্থানীয় সাংবাদিক ও বাজার ব্যবসায়ীবৃন্দ।