স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে হামলা পাল্টা হামলা, ভাংচুর এবং উভয় পক্ষের পাল্টাপাল্টি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে অধ্যক্ষ আবু আহমেদের বাহিনী কর্তৃক নিরীহ খেটে খাওয়া শ্রমিকের উপর হামলায় জড়িতদের গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফ আলী খোকার সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক জাহিদুর রহমান, আক্তার হোসেন, মিলন, জনি, দিপু, ইব্রাহিম, সাদ্দাম, বাবু, মুকুল, সহিদুল, সজল, শফিকুল, রাশেদ, সুমন, তাহের প্রমুখ। বক্তারা বলেন, শ্রমিকদের উপর হামলাকারী অবিলম্বে গ্রেফতার করতে হবে। তা না হলে আন্দোলন অব্যাহত থাকবে। অপরদিকে গতকাল বেলা ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কালের চিত্র পাঠক ফোরামের আয়োজনে কালের চিত্র পাঠক ফোরামের সভাপতি ডাঃ সুব্রত ঘোষের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন অধ্যক্ষ আবু আহমেদ, সুভাষ চৌধুরী, অধ্যক্ষ আনিছুর রহিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াজেদ কচি, মনিরুল ইসলাম মিনি, এড. আবুল কালাম, রুহুল কুদ্দুস, আবুল কাশেম, এড. খায়রুল বদিউজ্জামান, গোপাল কুমার, মেহেদী আলী সুজয়, আব্দুলাহ সরদার প্রমুখ। বক্তারা বলেন, কালের চিত্র অফিসে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। পত্রিকা অফিসে হামলা কোন ভাবে মেনে নেওয়া যাই না। এই হামলা সাংবাদিকদের উপর আঘাত হেনেছে। এবিষয়ে জানতে চাইলে সদর থানার ওসি মোহাম্মদ গোলাম কবির দৃষ্টিপাতকে জানান, অধ্যক্ষ আবু আহমেদ গ্র“পের ২০/২৫ জনের নামে শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম মামলা করেছে। এ মামলায় দুইজনকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।