স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট ডিভিশন। গতকাল দুপুরে বাংলাদেশ সুপ্রিম কোটের বিচারপতি আবু তাহের মোঃ সাইফুর রহমান এবং বিচারপতি মহিউদ্দীন শামীম সমন্বয় বলে এ আদেশ প্রদান। জানাগেছে, সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন স্থগীত চেয়ে সাবেক সভাপতি শেখ রবিউল ইসলাম খুলনা শ্রম আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়েছিল। আদালত নিষেধাজ্ঞা নামঞ্জুর করেন। পরবর্তীতে হাইকোর্ট একই দাবিতে হাইকোটে রিট করে। আদালত শুনানী শেষে ৩ মাসের জন্য মটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন স্থগিত আদেশ দেন। তবে এ বিষয়ে জানতে চাইলে জেলা মটর শ্রমিক ইউনিয়ন (৫৫০) এর প্রধান নির্বাচন কমিশনার এড. শেখ সাইদুর রহমান দৃষ্টিপাতকে জানান আগামী ২ এপ্রিল নির্বাচন স্থগিতের কোন আইনগত প্রমানাদি তিনি পায়নি। পেলে ব্যবস্থা গ্রহন করবেন।